পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জুলাই আন্দোলনে নিহত পটুয়াখালী সদর উপজেলার শহীদ বাচ্চু হাওলাদারের পরিবারের সাথে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফীন।
সোমবার দুপুরে পর জেলা প্রশাসক এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। পরে নিহতের কবর জিয়ারত করেন।
পরিবারের সাথে কুশল বিনিময়কালে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে সকল শহীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন বলেন, জুলাই বিপ্লবে পটুয়াখালী জেলায় আহত এবং নিহতদের তালিকা তৈরি করা হয়েছে। এসব পরিবারকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আজ আমি নিজে যেমন শহিদ পরিবার গুলোর সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের সুখ দুঃখের খবর জানার চেষ্টা করেছি পাশাপাশি জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গণ ঈদ উপলক্ষ্যে শহীদদের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেছেন।