আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ‘ মেহেদি বিতরণ এবং মেহেদি উৎসব’। সামাজিক সংগঠন ‘প্রাণের পটুয়াখালী’-এর উদ্যোগে হেতালিয়া আবাসনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ঈদের আনন্দ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বঞ্চিত না করা। উৎসবে শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া হয় এবং তাদের মাঝে মেহেদি বিতরণ করা হয়।
‘প্রাণের পটুয়াখালী’ সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুন আরা বাইজিদ বলেন, “শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি শিশু উপভোগ করতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য।”
সংগঠনের সদস্য মানসুরা বলেন, “আমাদের পরিশ্রম তখনই সার্থক মনে হয়, যখন দেখি শিশুদের মুখে খুশির ঝলক।” স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও ব্যাপকভাবে করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এটি ছিল তাদের একটি ছোট প্রয়াস, তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ‘প্রাণের পটুয়াখালী’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্যতম।
অনুষ্ঠানে ‘প্রাণের পটুয়াখালী’ সংগঠনের সকল পরিচালক, স্বেচ্ছাসেবক এবং দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমে বসবাসরত বাবা-মায়েরাও উপস্থিত ছিলেন। ‘প্রাণের পটুয়াখালী’ শুধুমাত্র পটুয়াখালী নিয়ে কাজ করা বৃহত্তম ফেসবুক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত।