শহীদ জসিম উদ্দিনের পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার হস্তান্তর।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ২৪ জুলাই বিপ্লবে শহীদ জসিম উদ্দিনের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদ জসিম উদ্দিনের বাড়িতে এই উপহার পৌঁছে দেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক এবং সদস্য সচিব মাসুদুল আলম মৃধা।
উপহার গ্রহণকালে শহীদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদের স্মৃতি চির অম্লান রাখতে দলীয় উদ্যোগ আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন,শহীদ জসিম উদ্দিন ছিলেন গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ক্ষুদ্র প্রয়াস।’ ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা।