ঢাকা বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী সদর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন সাগরকন্যা (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পটুয়াখালী সদর)এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সুপারিশক্রমে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।
ইশরাত ঐশি সংগঠনের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি সম্পন্ন করেছেন।
অন্যদিকে, আমিনুল হক অভি নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৮ সালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
এছাড়াও কমিটির সহ সভাপতি পদে সাখাওয়াত জাকারিয়া ও তাওহীদা সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া সিয়াম ও মুশফিকা জাহান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান হামিম, সহ সাংগঠনিক সম্পাদক এম এ জি অয়ন, দপ্তর সম্পাদক মো: রেদোয়ান হোসেন ও সহ-দপ্তর সম্পাদক একেএম ইমরান সালেহীন সহ মোট ২১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সহ-দপ্তর সম্পাদক এ কে এম ইমরান সালেহীন বলেন,‘সাগরকন্যা আমাদের জন্য শুধু একটি সংগঠন নয়, এটি পটুয়াখালী সদর উপজেলার শিক্ষার্থীদের পরিবার। আমি কমিটিতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে যদি শিক্ষার্থীদের কল্যানে নিয়জিত থাকতে পারি চেষ্টা করব।’
সাধারণ সম্পাদক আমিনুল হক অভি বলেন,‘সাগরকন্যা বরাবরের মতোই শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা সংগঠনটিকে আরও কার্যকর করতে কাজ করব এবং নতুন শিক্ষার্থীদের সহযোগিতায় অগ্রাধিকার দেব।’
সভাপতি ইশরাত ঐশি বলেন,‘সাগরকন্যা সবসময় পটুয়াখালীর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা একে আরও সংগঠিত ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, ২০০৮ সালের ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ’সাগরকন্যা’ এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পটুয়াখালী সদর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের একমাত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, ক্যারিয়ার গাইডেন্স, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে।