গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মার্চ ২০২৫, শনিবার, বেলা ১২টায় প্রথম ধাপে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ২২ মার্চের ঘোষণার পর দলীয় রাজনীতিতে নতুন গতিবেগ আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।