নিন্ম আয়ের মানুষের জন্য সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়মের অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালীর নেতা বাজারের ওএমএস ডিলার এইচ এম মুরাদ উদ্দিনকে (বিপ্লব তালুকদার) আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনী, পুলিশ ও খাদ্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের সময় কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করা আধা মেট্রিকটণ (৫০০ কেজি) চাল উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নেতা বাজারের ওএমএস (খোলা বাজারে বিক্রয়) ডিলার এইচ এম মুরাদ উদ্দিনের চাল বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট মো: মোহসীন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনীর তথ্যমতে, এই ডিলারের অনুকূলে প্রতি কর্মদিবসে দুই শ’ নি¤œ আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি হারে এক হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ডিলার ১০০ থেকে সর্বোচ্চ ১২০ জন ব্যক্তির কাছে চাল বিক্রি করেন। তাও ওজনে কম দেন। এছাড়া অবিক্রিত অতিরিক্ত চাল ভিন্ন বস্তায় মোড়কজাত করে কালোবাজারে বেশি দামে বিক্রি করে অধিক অর্থ উপার্জন করেন বলে সত্যতা পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, আটক হওয়া ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আপাতত তার ডিলার স্থগিত করা হয়েছে। মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।