পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন মাকসুদ মজুমদার ও মনির হোসেন। মনিরের বাড়ি সুলতানগঞ্জে এবং মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি ডাকাতদল সরদার বাড়িতে প্রবেশ করে। বাড়িটিতে মোট ৭-৮টি বসতঘর রয়েছে। ডাকাতদলের দুই সদস্য মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে।
এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের সহায়তায় ওই ঘর থেকে দুইজনকে আটক করে। তবে দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নে বিভিন্ন চুরি ও ডাকাতির ঘটনায় আগেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পলাতক ডাকাত সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।