পটুয়াখালীতে র্যাবের বিশেষ অভিযানে দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
গত ৮ মার্চ দুপুর ২টার দিকে পটুয়াখালী জেলার সদর থানাধীন কলাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১০ ও র্যাব-৪ এর দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর হাওলাদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার গোবর্ধন গ্রামের বাসিন্দা। তিনি বিশাই হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর গৌরনদী থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং দীর্ঘ ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৮, সিপিসি-১ কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা বলেন, র্যাব দীর্ঘদিন ধরে পলাতক আসামি জাহাঙ্গীর হাওলাদারের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করার পর বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং সফলভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।