জাপানে অনুষ্ঠিত সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র শিক্ষক-শিক্ষার্থীদের আট সদস্যের একটি গবেষক দল।
গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দলটি জাপানের গিফু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মশালায় অংশ নেয়। এই দলের নেতৃত্ব দিয়েছেন পবিপ্রবির জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শারমীন আক্তার। উল্লেখ্য, তিনি ২০১৯ সালে এই বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
গবেষক দলের সদস্যরা গিফু বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন, অ্যানিমেল রিপ্রোডাক্টিভ টেকনোলজি বিষয়ক লেকচার প্রোগ্রামে অংশগ্রহণ, ল্যাব প্রাকটিস ও ফার্ম ভিজিট করেন। এছাড়াও তারা জাপানের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
পবিপ্রবি ও গিফু বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতা ও যৌথ গবেষণা প্রকল্পের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ১০ দিনের কার্যক্রম শেষে অংশগ্রহণকারীরা প্রেজেন্টেশন উপস্থাপন ও সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন করেন।
এই গবেষক দলে ছিলেন, কামাল উদ্দিন তুহিন (এমএস শিক্ষার্থী, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং), তামজিদ হোসাইন (এমএস শিক্ষার্থী, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং), মোঃ নাজমুস সাকিব তন্ময় (অনার্স শিক্ষার্থী, অ্যানিমেল হাজবেন্ড্রি), অর্ঘ্য সিনহা (অনার্স শিক্ষার্থী, অ্যানিমেল হাজবেন্ড্রি), মাইনুল হাসান জিসান (অনার্স শিক্ষার্থী, অ্যানিমেল হাজবেন্ড্রি), স্বর্ণা পাইন মৌমিতা (অনার্স শিক্ষার্থী, অ্যানিমেল হাজবেন্ড্রি), হোমায়রা আফরিন মিম (অনার্স শিক্ষার্থী, অ্যানিমেল হাজবেন্ড্রি)।
দেশে ফিরে গবেষক দলটি পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন।
ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“এই অভিজ্ঞতা পবিপ্রবির গবেষণা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও গভীর গবেষণা সহযোগিতার পথ উন্মুক্ত করবে।”
প্রো-ভিসি ও রেজিস্ট্রার অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বলেন,
“এই অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আরও বেশি শিক্ষক ও শিক্ষার্থীকে এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণে উৎসাহিত করা হবে।”