পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দূর-দূড়ান্ত থেকে আগত রোগীদের স্বজনদের জন্য পবিত্র রমজান মাসজুড়ে বীনামূল্যে সেহরি খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। সোমবার (২য় রমজান) রাত থেকে তিনি এ কার্যক্রম শুরু করেন, যা পুরো রমজান মাস জুড়ে চলবে।
রাত তিনটার কিছু পরেই ভ্যানে করে ভাত, ডাল, মুরগির মাংসের তরকারি নিয়ে হাসপাতালের মূল ভবনের সামনে যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে হাজির হন সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। সেখান থেকেই অনটাইম প্লেটে করে আগ্রহী রোজাদারদের হাতে খাবার তুলে দেন তারা।
মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। দূর-দূড়ান্ত থেকে আসা রোগীদের স্বজনরা অনেক সময় রাতে খাবার না পেয়ে কষ্ট করেন। দোকানপাট বন্ধ থাকায় সেহরির সময় তারা বিপাকে পড়েন। সেই ভাবনা থেকেই আমরা এই আয়োজন করেছি। ইনশাআল্লাহ, পুরো রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”
সেহরির এই আয়োজনের প্রশংসা করেছেন রোগীদের স্বজনরা। ছোট বিঘাই থেকে আসা সেলিম মিয়া বলেন, “আমি হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলাম, সব দোকান বন্ধ। ভাবছিলাম, আজকে সেহরি কী খাব? এমন সময় দেখি খাবারের ভ্যান। তারা আমাকে সেহরির খাবার দিয়েছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। এই উদ্যোগটি পুরো রমজান মাসজুড়ে চলুক এই দোয়া করি।”
কমলাপুর ইউনিয়নের সেলিনা আক্তার বলেন, “আমি ঘুমের মধ্যে ছিলাম, তারা ডেকে জানায় সেহরির খাবারের ব্যবস্থা রয়েছে। এই খাবার না পেলে হয়তো পানি খেয়েই রোজা রাখতে হতো।’
জেলা যুবদলের এমন মানবিক কাজ ফেইসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে জেলা সহ দেশবাসীর কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। আর পুরো রমজান মাসে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন মানুষের জন্য এই সেহরির ব্যবস্থা থাকবে বলেও জানান উদ্যোক্তারা।