পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করেন। রাতভর লাঠিসোটা হাতে পাহারা দিতে দেখা যায় সাধারণ মানুষকে। সড়কে সৃষ্টি হয় ভিড়, অনেকেই দল বেঁধে পাহারায় অংশ নেন।
মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার মাদারবুনিয়া, মরিচবুনিয়া, আউলিয়াপুর, কালিকাপুর এবং জৈনকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পৌর শহরের স্বাধীনতা সড়ক, কলাতলা, হাউজিং মাঠ, বাধঘাট, দুইনম্বর বাধঘাট সহ বিভিন্ন একালার মাইকে ডাকাত আতংকে স্থানীয়রা সকলকে সতর্ক করার ঘোষণা দিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির গুঞ্জন শোনা যাচ্ছিল। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় যোগ দেন এলাকাবাসী। এসময় এলাকাবাসীর হাতে লাঠিসোটা, লোহার রড ও এলমনিয়ামের পাইপ দেখা গিয়েছে। অনেকেই দাবি করেছেন, অজ্ঞাতনামা কিছু লোক রাতের আঁধারে এলাকায় ঘোরাফেরা করছে, যা সন্দেহের সৃষ্টি করেছে।
মুচিরপুল এলাকার বাসিন্দা মো. সোহান বলেন, “গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় চুরির ঘটনা ঘটছে। তাই ডাকাতির আতঙ্কে আমরা সবাই মিলে পাহারায় নেমেছি। এলাকায় পুলিশের টহল বাড়ানো দরকার।”
স্বাধীনতা সড়কের বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, “আমরা আতঙ্কে আছি, তবে এখন পর্যন্ত কোনো ডাকাত ধরা পড়েনি। পুলিশ যদি আগের মতো নিয়মিত টহল দেয়, তাহলে আমরা কিছুটা স্বস্তি পাব।”
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন,‘এটা মুলত গুজব যা মরিচবুনিয়া, মাদারবুনিয়া থেকে শুরু হয়ে এখন পুরো উপজেলায় ছড়িয়ে পরেছে। আমাদের সকল ইউনিট মাঠে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি।’