পটুয়াখালীতে ‘প্রাণের পটুয়াখালী সেচ্ছাসেবি সংগঠন ও ফেইজবুক গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ডে নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী চিল্ড্রেন পার্ক মাঠে জমকালো ফাইনালের মাধ্যমে এ প্রতিযোগিতার পর্দা নামে।
ফাইনাল ম্যাচে ভূতের বাড়ি ৫ উইকেটে ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে, যেখানে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাকসুদ আহমেদ বায়েজীদ (পান্না মিয়া)। এ ছাড়াও পটুয়াখালী শহরের বিশিষ্ট জনেরা এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজক সংস্থা ‘প্রাণের পটুয়াখালী’ জানিয়েছে, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করতে ভবিষ্যতে আরও নতুন আয়োজন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন পটুয়াখালীর ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রকাশ থাকে যে “প্রাণের পটুয়াখালী” শুধুমাত্র পটুয়াখালী নিয়ে কাজ করা পটুয়াখালীর সবচেয়ে বড় ফেইসবুক গ্রুপ ও সেচ্ছাসেবী সংগঠন।