পটুয়াখালী পৌরসভার সাবেক কাউন্সিলর ও পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আলালকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় তাকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্টের আওতায় আলালকে গ্রেফতার করা হয়েছে।’ তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সম্প্রতি মো. আলাউদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি “জিয়া সাংস্কৃতিক জোট” নামক সংগঠন থেকে পাওয়া শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২০২৪ এর একটি সার্টিফিকেট হাতে নিয়ে ও পাশে একটি ক্রেস্ট রেখে নিজের বাসার সোফায় বসে ছবি তোলেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তোলে। আলালের এই পোস্ট নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।