জুলাই বিপ্লবে রাজপথে সাহসী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সাংবাদিকসহ ১১ জনকে ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পটুয়াখালী ডিসি মঞ্চে বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলায় এ সম্মাননা দেওয়া হয়।
সাংবাদিকতার পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও খবর পটুয়াখালী’র সম্পাদক আব্দুস সালাম আরিফ, খবর পটুয়াখালীর ভিডিও এডিটর গোপাল হালদার, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল কাউম, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি: মোঃ জাকির হোসেন।
এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-যুবদের সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন, পটুয়াখালী সরকারি কলেজের: মোঃ সজিব মোল্লা, মোঃ রিফায়েত কবির খান, মোঃ রুবেল মাহমুদ, আহম্মেদ কাওসার ইবু, মোঃ সজিবুল ইসলাম, তানজিলা আক্তার শিমু, পটুয়াখালী হাজীখালী মাদ্রাসার তোফাজ্জেল হোসাইন, হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজের মিরাজ ইমতিয়াজ, আব্দুল করিম মৃধা কলেজ: মোঃ কামরুল ইসলাম, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রুশদা ইসলাম রিপা, গ্লোবাল ইউনিভার্সিটি, বরিশাললের গোলাম রেদওয়ান চৌধুরী
অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর সিকদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাকিব উল আলম।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় সাংবাদিক ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশের সাহসী ভূমিকাই গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করে তোলে। জুলাই বিপ্লবের সময় এই চার সাংবাদিক এবং সম্মাননা পাওয়া ছাত্র-যুবরা দায়িত্বশীল ও নির্ভীক ভূমিকা পালন করেছেন, যা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।