পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ইটবোঝাই ট্রলির চাপায় মো. বাপ্পী হোসেন (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফকির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ইটবাড়িয়া গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাপ্পী খালার বিয়ের জন্য চুল কাটাতে সেলুনে যান। ফেরার পথে বাড়ির সামনের সড়কে মুজাহিদ মিয়ার ইটভাটা থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রলির চালক মো. ইলিয়াস ও তার হেলপার ট্রলি রেখে পালিয়ে যান।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন,‘ট্রলির চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।’
এ মর্মান্তিক দুর্ঘটনায় বাপ্পীর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ ট্রলি চলাচল বন্ধ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।