সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
আজ এক নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নোটিশ প্রদান করেন। এতে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা ছাত্রদলের উল্লিখিত নেতারা সংগঠনের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বার্তায় উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় দল কঠোর অবস্থানে রয়েছে এবং কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।