পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিশেষ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে, কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধার সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আওতায় চার শতাধিক প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা পেয়েছেন। পাশাপাশি ছানী অপারেশনের লক্ষ্যে স্ক্যানিং কার্যক্রমও পরিচালিত হয়। এতে ৪৩ জন রোগীকে বিনামূল্যে লেন্সসহ ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত আরা জামান উর্মি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএম নাহিদ আল রাকিব, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।
এসময় পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোসাঃ কনা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।