শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মোঃ কাউসার আহমেদকে বহিষ্কার করা হয়েছে।
দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কাউসার আহমেদ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন, যা স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
একটি ঘটনায়, অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা জরিমানা করে। তবে, জরিমানা পরবর্তী সময়ে তিনি আদালতের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এছাড়াও, দলীয় নেতাকর্মীদের অভিযোগ, কাউসার আহমেদ স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের সমাবেশেও তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, “বিএনপির লোক’ই তো বর্তমানে মাঠে নাই। ঘুমায় ঘুমায়, সিস্টেমে পইরা গেছে গা।”
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সকল নেতাকর্মীকে মোঃ কাউসার আহমেদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।