পটুয়াখালীর বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিধান চন্দ্র বিশ্বাস নামের এক ব্যাক্তিকে আটক করেছে ডিএমপি গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৯জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত. বোজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। এদিকে ডিবি পরিচয়ে রাতে আঁধারে বিধানকে অপহরণ করা হয়েছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পরে।
পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা’র (ডিবি) ওসি জসিম উদ্দিন জানান, প্রথমে তিনি বিষয়টা জানতেন না। সকালে জানার পরে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়েছেন ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে আটক করেছে। বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমাদের কিছু তদন্তের কাজ চলছে। ডিএমপি’র মিডিয়া সেন্টার থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা’র (ডিবি) ওসি জসিম উদ্দিন জানান, প্রথমে তিনি বিষয়টা জানতেন না। সকালে জানার পরে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়েছেন ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে আটক করেছে। বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমাদের কিছু তদন্তের কাজ চলছে। ডিএমপি’র মিডিয়া সেন্টার থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রসঙ্গত, আটক বিধান চন্দ্র বিশ্বাসের গ্রামেরবাসি তার এই অপরাধ সম্পর্কে দীর্ঘদিন ধরে জানেন। অনেকের কাছেই তিনি গোল্ডফাদার হিসেবে পরিচিত।