পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২২জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে তারা এ কর্মসূচি পালন করে। একইদিন দুপুরে বিতর্কিত এ সভাপতির করা মামলার প্রতিবাদে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের অজ্ঞাতে মামলাবাজ হিসেবে পরিচিত জসিম উদ্দিনকে সভাপতি করা হয়েছে। ছাত্রজীবনে শিক্ষক লাঞ্ছনার দায়ে বহিষ্কৃত এই ব্যক্তি চরমোন্তাজে বসবাস করেন না এবং কলেজের উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারবেন না। এ অবস্থায় তারা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করেন এবং বৃহস্পতিবার সকালের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন।
অন্যদিকে, সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে চরমোন্তাজ স্লুইস বাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।
আন্দোলনকারীরা অবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, এবিষয়ে সার্বিক খোঁজখবর নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি উর্ধ্বতণ কর্তৃপক্ষকে জানাবো।