পটুয়াখালীতে প্রথমবারের আগমন করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মোহাম্মদ মামুনুল হক। আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি।
জানা যায়, সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলন ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ঘটে যাওয়া গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হবে।
এদিকে আয়োজকরা মনে করছেন, দলীয় নেতাকর্মী, হিতাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণসহ প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। ইতিমধ্যে প্যান্ডেল ও সাউন্ড-এর সকল কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও সমাবেশ সফল করতে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ খেলাফত ইসলাম পটুয়াখালীর সভাপতি মাওলানা মোঃ আব্বাস আলী বলেন,‘গনসমাবেস কে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ধারনা করছি সমাবেশকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের আগমন ঘটবে। এতো সংখ্যক মানুষের নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি। তারা আশ্বস্ত করেছে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’
উল্লেখ্য, আল্লামা মামুনুল হক তার উদ্দীপনামূলক বক্তব্য ও নেতৃত্বের জন্য পরিচিত। তার উপস্থিতি পটুয়াখালীতে একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।