পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর থেকে অপহরন হওয়া বিশিষ্ট ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাত ১ টায় বাউফল উপজেলার কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ‘আনুমানিক রাত ১ টার দিকে আমরা শিবু বনিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি সুস্থ এবং নিরাপদে আছেন৷
এদিকে পুরো ঘটনার বিস্তারিত এবং আটক হওয়া আসামীদের বিষয়ে সোমবার দুপুরে বাউফল থানায় সংবাদ সম্মেলন করবেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারী রাতে বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিকের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে অস্ত্রের মুখে তাকে অপহরন করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর শিবু বণিককে দ্রুত উদ্ধারের দাবিতে গত রোববার সকালে কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ী এবং এলাকাবাসী।