বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে টেলিভিশনের ২০ বর্ষে পদার্পন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ এর আয়োজনে সার্কিট হাউসে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথীরা কেক কাটেন ও টেলিভিশন কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।
শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, স্থানীয় সরকারের উপ পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম স্বজল, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি, অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ, সরকারী পাবলিক প্রসিকিউটর এড.মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, বিশিষ্ট ক্রিড়াবীদ আবুল হাওলাদার প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বৈশাখী টেলিভিশনের বস্তুনিষ্ট সংবাদ এবং মানসম্পন্ন বিনোদন প্রচার করায় এর ভূয়সী প্রশংসা করে। পাশপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার এবং আগামীর বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বৈশাখী টেলিভিশন অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।