পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশ এর উদ্যোগে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ক্বিরাত সম্মেলন ও কাওয়ালী সন্ধ্যা। শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজন চলে মধ্যরাত পর্যন্ত।
ক্বেরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যার আয়োজনে প্রধান আকর্ষন ছিলো আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট বিশ্বের প্রসিদ্ধ ক্বারীদের অন্যতম শাইখুল কুরআন শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী ক্বিরাত পরিবেশন। এছাড়াও সাইমুম শিল্পীগোষ্ঠীর গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পী মাস্টার আবদুল্লাহ বিন ফয়েজ ও হেভেন টিউন ব্যান্ড এর গাজী আনাস রওশন এ কাওয়ালী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ আন নাহিয়ান এর সভাপতিত্বে ক্বিরাত সম্মেলন ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম।
এদিকে পটুয়াখালী শহরের এই অয়োজনে অন্তত ১০ হাজার মানুষের জমায়েত হয় বলে ধারনা করা হচ্ছে। শুক্রবার দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভিড় করতে শুরু করেন। মূল মাঠের পাশে শিশুপার্কের অভ্যান্তরে নারী শ্রোতাদের জন্য ভিন্ন ভাবে বসার ব্যবস্থা করা হয়। সেখানে বড় স্ক্রিনে মূল অনুষ্ঠানের সম্প্রচার করা হয়। শহরের অলি গলি গুলোতেও দেয়া টাঙ্গানো হয় মাইক। এছাড়া পটুয়াখালীর বিভিন্ন ফেইসবুক পেইজেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেন আয়োজকরা।
ক্বিরাত সম্মেলন ও কাওয়ালী সন্ধ্যার এ আয়োজনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেণ বিশিষ্ট আইনজীবী অ্যাড. মো. নাজমুল আহসান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর ওয়েজীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, পটুয়াখালী জেলা বিএনপির বিশিষ্ট রাজনীতিবিদ মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নী জেনারেল অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মো. কামাল হোসেন, বিশিষ্ট যুবনেতা ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম লিটন, ওয়েলফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি এম রফিকুল ইসলাম বাশার, সদস্য সচিব মো. শরফুদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম সোহাগ, দুমকি উপজেলা ফোরাম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মির্জাগঞ্জ সমাজকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারী আবদুল হালিম, ওয়েলফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালী জেলার সেক্রেটারী সাইদুর রহমান খান, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমিয়া বিন হারুন ও সেক্রেটারী মাহাদী হাসান নাহিদ।
আয়োজকদের প্রত্যাশা বর্তমান প্রজন্মকে আকাশ সংস্কৃতি ও মাদকের মত সামাজিক ব্যাধী থেকে দূরে রাখতে এবং ইসলামী ভাবধারায় তাদেরকে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।