পটুয়াখালী সদর থানার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলাম সড়কের সামনে বিসিক মাঠ থেকে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম মোঃ আমিরুল ইসলাম (৪৩) এবং মোঃ কুদ্দুস ঢালী (৫৫) কে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে অপহরণে জড়িত দুই আসামি মাহমুদুল হাসান (২৭) ও মোঃ আলী আজিম (৩০) গ্রেফতার করা হয়েছে। অপহরণ কাজে ব্যবহৃত একটি লাল রঙের ব্যাটারিচালিত অটোগাড়ি, একটি নীল রঙের Yamaha R1-5 V3 মোটরসাইকেল এবং একটি কালো রঙের Bajaj Pulsar মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, “গত ৮ ডিসেম্বর দুপুরে পটুয়াখালী কোর্ট সংলগ্ন একটি ভাতের হোটেলের সামনে থেকে ভিকটিমদ্বয়কে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি অটোগাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। পরবর্তীতে ভিকটিম আমিরুল ইসলামের মোবাইল ফোন থেকে তাদের আত্মীয়দের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।”
তিনি জানান, ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃতদের অবস্থান শনাক্ত করে। ওইদিন রাত সাড়ে ৯টায় ইসলাম সড়কের বিসিক মাঠে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা অপহরণের ঘটনা স্বীকার করেছে এবং মুক্তিপণ না পেলে ভিকটিমদের হত্যার পরিকল্পনা করেছিল।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে, ৩৬৫/৩৮৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।