পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা ও দ্বীপাশা গ্রাম কে মাদক মুক্ত রাখার দাবীতে স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী-বাউফল মহা সড়কের সোসিংগা আফসারের গ্রেজ এলাকায় এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিবাবক সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকেই এই এলাকায় বেশ কিছু মানুষ মাদক সেবন ও বিক্রি করে আসছে, এতে করে স্থানীয় যুব সমাজ দিন দিন বিপথগামী হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তোরনে সরকারের দৃষ্টি আকর্ষন করতে ও এলাকায় মাদক বিরোধী অভিযানকে আরো জোরালো করতেই এই প্রতিবাদ কর্মসূচীর অয়োজন করেন তারা।
মানব বন্ধনে অনান্যদের মধ্যে বাউফল ইউনিয়নের গোসিংগা ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুল মালেক, সোনামদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, দিপাশা ইসলামিয়া মাদ্রাসার সুপার আবদুর রহমান, মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রাজীব, স্থানীয় যুবক চুন্নু মৃধা, মাসুদ মৃধা, মিরাজ মৃধা বক্তব্য রাখেন।