পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির সদ্য প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা। শনিবার ১৬ নভেম্বর বিকেলে মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমরাগাছিয়া ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত মো. সোহরাব হোসেন মৃধা এবং প্রয়াত আব্দুল হক মল্লিকের কবর জিয়ারত করেন।
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন কালে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপির সদস্য জাফরুল্লাহ খোকন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য বাহাউদ্দিন ,জেলা বিএনপির সদস্য খন্দকার ইমাম হোসেন নাসির, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ূন কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.শিপলু খান, জেলা যুবদেলর সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আল-আমিন হাওলাদার, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবু খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কবর জিয়ারতের পর তারা প্রয়াত নেতাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে জেলা নেতারা আশ্বাস দিয়ে জানান, প্রয়াত নেতাদের আদর্শ ও ত্যাগ দলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তাদের পরিবারের পাশে সব সময় থাকবেন।