জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,’ এখনো অনেকের ইশারায় দোকান গুলোতে চা ও চকলেটের থেকে মাদক বেশি বিক্রি হয়। তরুনদের বলতে চাই, আমরা প্রশাসনের উপর নির্ভর না করে তাদের পাশে থেকে আগামী তরুণসমাজকে রক্ষা করতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে আজকে থেকে যুদ্ধ ঘোষণা করলাম।’
পটুয়াখালীর বাউফলে প্রত্যাশিত বাউফল ও কাঙ্খিত নেতৃত্ব গড়ার লক্ষ্যে উপজেলা জামায়াত ইসলামীর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুব সম্মেলনে শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন,‘আবু সাঈদ ও মুগ্ধের অনুসারীরা ঘোষনা করেছেন, আমাদের আবু সাঈদ ও মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। মাদক ও অস্ত্রের বিরুদ্ধে হয় আমরা জিতবো না হয় আরেকবার মরবো।’
জামায়াত নেতা বলেন,’ তরুণদের এক হাতে অস্ত্র আরেকহাতে মাদক তুলে দিয়ে আমাদের তারুণ্যের শক্তিকে যারা নষ্ট করতে চায়, আমরা তাদের এক হাতে খাতা কলম ও আরেক হাতে কোরআন হাদিস তুলে দিয়ে আমরা এই বাউফলকে তারন্যের শক্তিতে রূপান্তরিত করতে চাই।’
এসময় উপজেলা জামায়াত ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, অ্যাডভোকেট আবুল কাশেম ও মো.ইউনুচ চৌধুরী প্রমুখ।