বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পটুয়াখালী জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ( ২৭ অক্টোবর) সন্ধায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক কর্মী সভার মধ্য দিয়ে শোভন প্রান্তকে আহ্বায়ক, আব্দুল রমিম, নঈমুর রহমান শাহিন, রায়হানুল ইসলাম ও নুহাশকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে হয়েছে।
সভায় যুগ্ন-আহব্বায়ক নঈমুর রহমান
শাহিনের সঞ্চালনায় ও শোভন প্রান্তের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়সাল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য রথীন্দ্র নাথ বাপ্পি। এসময় তারা পটুয়াখালী জেলার শিক্ষা সংকট, শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখা প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবং সভা শেষে নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সদস্য রথীন্দ্র নাথ বাপ্পি।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পটুয়াখালী জেলার আহ্বায়ক শোভন প্রান্ত বলেন,’জেলার শিক্ষার্থীদের মধ্যে প্রগতিশীল মনন নির্মান ও জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ নিমার্ণে ভূমিকা রাখতে ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখতে ছাত্র ইউনিয়ন কাজ করবে।’