পূর্নিমার জো’য়ের প্রভাবে পটুয়াখালীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে পায়রা,লোহালিয়া, আন্ধারমানিক, রাবনাবাদ ও তেঁতুলিয়া সহ সকল নদ-নদীর পানি। তাই গত দুইদিন ধরে দু’দফা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। বাসা বাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছে বেড়িবাঁধের বাইরের বসবাসকারীরা। এদিকে পূর্নিমার জো’য়ের কারেন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। সাগরের পানির উচ্চতা বেড়ে নির্দিষ্ট স্থান অতিক্রম করায় দুর্ভোগে পড়েছে কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.