গণঅধিকার পরিষদ (জিওপি) এর পটুয়াখালী জেলার নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নতুন বাজার টিনপট্রি এলাকায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যালয়টি দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, সহকারী সম্পাদক হেলেনা আক্তার।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে সদস্য সচিব শাহআলম শিকদাের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলার উপজেলার নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।