বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সামার-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে আবেগ, আনন্দ, স্মৃতি, এবং নতুন পথচলার প্রত্যাশা নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়
ভবনের (ইইই) বিভাগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবদুল বাকী, উপ-উপাচার্য প্রফেসর ড.আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. রাবেয়া বেগম, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার হাসান মো.কামরুজ্জামান,
ইইই বিভাগের চেয়ারম্যান ড. সালেহ আহমেদ সালেমসহ বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী বলেন,‘
বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানার্জনের স্থান নয়, এটি একটি প্রস্তুতির ক্ষেত্র, যা তোমাদেরকে বাস্তব জীবনের জন্য তৈরি করে। এবং শিক্ষাজীবনের এই সমাপ্তি আসলে জীবনের প্রকৃত সংগ্রামের সূচনা।’
এর আগে ইইই বিভাগের চেয়ারম্যান ড. সালেহ আহমেদ সালেম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,’প্রযুক্তির এই দুনিয়ায় ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। যেখানেই থাকো না কেন, তোমাদের অর্জন আমাদের জন্য একটি প্রেরণা হয়ে থাকবে। এছাড়া তোমরাই ভবিষ্যতে জাতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।’
পরে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এরপরই আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা গান, নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানে তাদের প্রতিভা প্রদর্শন করেন।