পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম ভিসি হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নবনিযুক্ত ভিসিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বরন করে নেয় রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, সিএসই অনুষদের জ্যেষ্ট অধ্যাপক মোঃ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে যোগদান করেন। যোগদান শেষে নব নিযুক্ত ভিসি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা এবং সাংবাদিকদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করেন।
মতবিনিময়ে ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মহান আল্লাহপাকের অশেষ রহমত তিনি আমাকে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি কোন নিজস্ব স্বার্থ, গোষ্ঠী বা আদর্শের জন্য কাজ করবো না। আমি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের স্বার্থে গড়ে তুলতে চাই। আমি পবিপ্রবিকে আন্তর্জাতিক মানের একটি বিশ^বিদ্যালয় হিসেবে উন্নীত করার জন্য কাজ করবো।’
ভিসি বলেন, ‘আজকে আমি যোগদান করার জন্য এসে আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী’রা যেভাবে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এভাবে যদি আমাকে সহযোগিতা করে তবে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কাজ করব হাতে হাত রেখে। আপনারা জানেন, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টি অনেক এনরিচ একটা বিশ্ববিদ্যালয়, এখানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে, আমরা শহীদের রক্তের উপর দিয়ে এখানে এসেছি। বাংলাদেশ সরকার আমাদেরকে সেই গুরু দায়িত্বটা দিয়েছেন। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সৎ ভাবে কাজ করবো। আমরা সেই দিক থেকে খেয়াল রেখে ফ্যাসিস্ট সরকারের যে অনিয়ম-দুর্নীতি ছিল সেগুলো মুক্ত হয়ে এই বিশ্ববিদ্যালয় কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো। ইউনিভার্সিটি র্যাংকিং এই বিশ্ববিদ্যালয়কে যাতে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় সেটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। পাশপাশি ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান আমাদের ছাত্র ছাত্রীদের পাঠদানে অনেক সময় নষ্ট হয়েছে, পাঠদানে ব্যহত হয়েছে, এটাকে কিভাবে আমরা পুষিয়ে উঠতে পারি এটা হলো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিবুল ইসলাম কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ দেয়ার একদিন পর তিনি বিশ^বিদ্যালয়ে যোগদান করলেন।