পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভারতের এক পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি এবং বিজেপি নেতার সেই মন্তব্যের সমর্থনের প্রতিবাদে এক শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ শহরের প্রধান সড়কগুলো অতিক্রম করে পটুয়াখালী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা ভারতের সরকারের কাছে এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে তাঁরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলে ধরেন। সমাবেশে অংশগ্রহণকারী ইলেট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মীর আশ্রাফুল আলম বলেন, “মহানবী (সা.) আমাদের জন্য শান্তি, মানবতা ও সহমর্মিতার প্রতীক। তাঁকে অপমান করা মানে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হানা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।”
সিভিল বিভাগের শিক্ষার্থী মোঃ হাসিবুল ইসলাম পিয়াল বলেন, “মহানবী (সা.)-কে অপমান করা মানবতার মূল নীতিকে অপমান করার শামিল। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটাক্ষ করতে শেখায় না। যারা এ ধরনের কাজ করে, তারা উগ্রপন্থী। আমরা দ্রুত তাদের বিচার দাবি করছি।”
শিক্ষার্থীরা সমাবেশে জানায়, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সবসময় শান্তি ও সহমর্মিতার পক্ষে। ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে তাঁরা এ ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন।