পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৬৯ বছর ৯ মাস। এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী এস এম নুরুল্লাহ ইমন।
তিনি জানান, গত শুক্রবার তাকে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছিল তার। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।