পটুয়াখালী জেলার বাজার ও দ্রব্যমূল্য তদারক ও মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা সহ বাজারে ভেজাল ও প্রতারণা বন্ধে বিভিন্ন সেক্টর থেকে মতামত প্রদান করা হয়।
মতবিনিময় সভায় পটুয়াখালীর সিভিল সার্জন মোঃ কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ
মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব
স্নেহাংশু সরকার কুট্টি , সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।