জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন অভিযোগ করেছেন যে, বিএনপি জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিলেও আওয়ামী লীগ তা ছিনিয়ে নিয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মোশাররফ বলেন, “বিএনপি জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবার অধিকার ফেরত দেব। খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালাননি। তিনি অনেক নির্যাতনের শিকার হলেও দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি।”
তিনি আরও উল্লেখ করেন, ২০০৪ সালের ২ ডিসেম্বর বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসে দুইটি সরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা বর্তমানে এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আওয়ামী লীগের সমালোচনা করে মোশাররফ বলেন, “আপনারা এমন নেত্রীর অনুসারী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক মো. সাইদুর রহমান সোহেল, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা পৌর বিএনপির সভাপতি মো. ফারুক গাজী প্রমুখ।