বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছে ছাত্রদল
পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিসাত রায়হান, সাধারণ সম্পাদক রিয়াদ, ছাত্রদল কর্মী ফয়সাল এবং সাকিবসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীকে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ বিষয়ে পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিশাত রায়হান বলেন,‘আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় ভালো কাজের সাথে জড়িত থাকি। আমাদের ইউনিয়নের সকল মানুষকে রক্তপরীক্ষা করে একটি ডাটাবেস তৈরি করবো, এটি একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম হবে। এছাড়াও কেন্দ্রীয় নেতা হাসান মামুন আমাদের নেতা। তিনি আমাদেরকে সবসময় জনকল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন, অতীতে আমাদের এরকম সুযোগ ছিলো না। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর আমরা এখন জনকল্যাণে কাজ করতে চাই।’