সালিশ বৈঠকে কিশোরী কন্যাকে বিয়ে করা, সাধারণ মানুষের জমি দখল, বিচার বিভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করা সহ নানা কারনে আলোচিত সমালোচিত বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদা। দীর্ঘদিন যাবত পলাতক থাকায় এবার চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন প্যানেল চেয়ারম্যান শাহজাহান খান। বুধবার সকালে পটুয়াখালীর কনকদিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব ভার গ্রহন করেন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন পরিষদ সচিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকেই শাহির চেয়ারম্যান পলাতক রয়েছেন। যার ফলে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। তবে এই সংকট নিরসনে ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজাহান খানকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে দায়িত্ব নেয়ার আদেশ দেয় পটুয়াখালী জেলা প্রশাসন।
দায়িত্ব গ্রহণের পর প্যানেল চেয়ারম্যান শাহজাহান খান সকলের সহযোগীতা প্রত্যাশা করেন। ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত দ্বীতিয় বারের মত এই স্বাধীনতা যাতে কোন পক্ষের কারনে প্রশানবিদ্ধ না হয় এবং ইউনিয়ন পরিষদ যাতে সেবা বান্ধব একটি ইউনিয়ন পরিষদ হিসেবে রুপান্তর করা যায় সে বিষয়ে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।