পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব বরাবরে তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন।
বিষয়টি ওইদিন রাতে তাদের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার পদত্যাগ পত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন।
ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ১৭ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। অর্থাৎ তিন ৩ বছর ৩ মাস ১৫ দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আলী তাঁর পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। মোহাম্মদ আলী ২০২৩ সালের ৩০ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত হন।
এর আগে ৫ আগস্ট দুপুরের দিকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে যাওয়ার পর পরই ওইদিন সন্ধ্যায় পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।
এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান জানান, উপাচার্য ও ট্রেজারার মহোদয় ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। এ পদ দুটি সাংবিধানিক পদ হওয়ায় পরবর্তী উপাচার্য ও ট্রেজারার নিযুক্ত না হওয়া পর্যন্ত শূণ্য থাকবে।