পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
নিয়মিত পেট্রোলিং কার্যক্রমের অংশ হিসেবে আজ বাহেরচর এলাকা পেট্রোলিং করেন রাঙ্গাবালী উপজেলা কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: ফিরোজ শিকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন।
এসময় তারা স্থানীয় ব্যাবসায়ী, ছাত্র সমাজ, সংখ্যা লঘু ও উপস্থিত মানুষের সাথে কথা বলেন, সবার খোজ-খবর নেন। এছাড়া তারা কয়েকটি ব্যাংক পরিদর্শন করেন। ব্যাংকের ম্যানেজার ও গ্রাহকদের নিরাপত্তার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন।
কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: ফিরোজ শিকদার জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন একসাথে করেছে। তিনি আরও জানা তাদের আরেকটি টিম একই সময়ে মৌডুবী ইউনিয়নে পেট্রোলিং করেছে। এখন জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসছে।