দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী পুলিশ সুপার আবদুস ছালাম।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেল ৪ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার আবদুস ছালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো.শাহ আলম, নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারি প্রফেসর এবিএম সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারি প্রফেসর শহিদুল ইসলাম আল কায়সারী ও প্রফেসর আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মইনুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, জেলা সভাপতি,
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মো.সাইদুর রহমান খান,পৌর আমির মাওলানা আবুল বাশার ও সেক্রেটারি অ্যাড. মোহাম্মদ তাওহিদুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাহাদী ইসলাম, শহর শাখার সভাপতি তাইমিয়া বিন হারুন প্রমুখ।
এসময় পুলিশ সুপার আবদুস ছালাম দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত কল্পে আইনশৃংখলা রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের নিকট পুলিশকে সহযোগিতার সার্বিক সহযোগিতার আহবান করেন।