কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ও আহতদের ওপর হামলা কারীদের বিচার দাবিতে এবং সাধারণ শিক্ষার্থীদের কারামুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।
এসময় সহিংসতার মধ্যেও নীরব ভূমিকা পালন করায় উপজেলার শিক্ষকদের প্রতি ক্ষোভ জানিয়ে গায়েবানা জানাজার নামাজ আদায় করে আন্দোলনকারীরা।
সকালে উপজেলার পাবলিক মাঠে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থী। এ সময় নানা স্লোগানে আন্দোলনে মেতে ওঠে শিক্ষার্থীরা। সকাল থেকেই পাবলিক মাঠের আশেপাশে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।