জেলায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয় করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ঢাকা কিশোর অপরাধ প্রতিরোধ- কনসোর্টিয়ামের (এসিপি) সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুলাই) হার্টিকালচার সেন্টারের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করে পিডিও (পীস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম সোয়েব, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম আরিফ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন কিশোর অপরাধ দমনে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই উল্লেখ করে তরুণদের মাঝে খেলাধুলা, শরীর চর্চা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোর উপর গুরুত্বারোপ করেন এবং তাদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণে ব্যস্ত রাখতে হবে।
বক্তারা কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি স্মার্টফোন থেকে দূরে থাকার অনুরোধ জানান। কোথাও শিশু কিশোরদের মাঝে ব্যতিক্রমধর্মী ও অপরাধমূলক তৎপরতার চোখে পড়ার সাথে সাথে তা অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক বা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভায় আরও জানানো হয়, কিশোর অপরাধ প্রতিরোধে এবং কিশোর গ্যাং ও মাদকাসক্তদেরকে সুস্থ্য ধারার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে শীঘ্রই জাতীয় পর্যায়ে একটি কনসোটিয়াম অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় মত বিনিময় সভার আয়োজন করা হচ্ছে।