পটুয়াখালীতে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলা করেছে জেলা ছাত্রলীগ। এতে পটুয়াখালী মেডিকেল কলেজের ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের প্রস্তুতি কালে ধাওয়া দিয়ে কর্মসূচী ভন্ডুল করে দিয়েছে ছাত্রলীগ। এতে আন্দোলনরত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক তানভীর আরিফের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত ধাওয়া করে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় তারা ছাত্র-ছাত্রীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হোষ্টেল ভাংচুর করে।
আহত শিক্ষার্থীরা জানান, বিকেলে কোটা সংস্কারের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় হটাৎ ছাত্রলীগ হামলা চালায়। হামলা থেকে বাচার জন্য হোস্টেলে প্রবেশ করলেও ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এতে প্রায় ২৫ জন আহত হয়েছে। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে আইসৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন করা হয়েছে।