সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে পটুয়াখালীর দুমকীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় টিএসসি থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে জয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় কোটা প্রথার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় আন্দোলনকারীরা।
এদিকে আইসৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পবিপ্রবি এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন ছিলো।