
বাউফলের আলোচিত গণধর্ষণ মামলার মূল আসামি আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবু গ্রেফতার হয়েছে। শনিবার (৬জুলাই) রাতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি দল ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
রবিবার এক বিবৃতিতে র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
সোহেল রানা বলেন,’ বিষয়টি র্যাবের নজরে আসলে র্যাব আত্মগোপনে থাকা পিস্তল বাবুকে গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে। গত ৬ জুলাই শনিবার র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।’
এরআগে গত ১২ জুন বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এঘটনায় ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে ৩ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী কলেজ ছাত্রী। মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হলেও দীর্ঘ তিন সপ্তাহ ধরা ছোয়ার বাইরে ছিলেন মূল আসামি পিস্তল বাবু। বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত।