পটুয়াখালী/উভ/উপকূলে ভারী বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত/তারিখ:০৩.০৭.২০
প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ ঘন ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।