পটুয়াখালী জেলার সদর উপজেলার আলোচিত ঘটনা নিলীমা রানী হত্যা মামলার প্রধান আসামী অসিম রায় (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
সোমবার ২৪ জুন দুপুরে র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকা থেকে নিলীমা রানী হত্যা মামলার প্রধান আসামী অসিম রায় (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আসামী অসিম রায় (৪৫) পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি এলাকার মৃত অমরি কান্ত রায়ের পুত্র।
সোমবার বিকেলে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জুন ২০২৪ তারিখে পটুয়াখালী থানার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নিলীমা রানী (৪৫) নামের একজন বৃদ্ধা নারীকে বুকে, পিঠে কিল ঘুষি ও লাথি মেরে মার্মান্তিক ভাবে আহত করে পরে স্থানীয়রা আহত নিলীমা রানীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বলেন, ঘটনাটি আমাদের নজরে আসলে আমরা র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় আমাদের একটি আভিযানিক দল আজ দুপুরে বিশেষ অভিযান পরিচালনা উক্ত মামলার প্রধান পলাতক অভিযুক্ত অসিম রায় (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।