এলজিইডির বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী এস এম হুমায়ুন কবির পটুয়াখালীর কুয়াকাটায় প্রধান প্রকৌশলীর আগমন উপলক্ষে তার প্রটোকলে থাকা অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন।
শুক্রবার ২১ জুন সকালে পটুয়াখালী জেলার কুয়াকাটায় এলজিইডি এর প্রধান প্রকৌশলী অবস্থান করছিলেন। তার সাথে থাকা কালীন শারীরিক অসুস্থতা বোধ করলে তাঁকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে সকাল সারে ১১ টার দিকে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে বোঝা গিয়েছে তিনি স্ট্রোক করেছিলেন।
তার মৃত্যু কালে প্রধান প্রকৌশলী (এলজিইডি) মোঃ আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, (বরিশাল) শেখ মোহাঃ নূরুল ইসলাম, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী পটুয়াখালী মোহাম্মদ লতিফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ সহ এলজিইডি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন পটুয়াখালী জেলার বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শনের জন্য গত ২০ জুন দুই দিনের সরকারি সফরে পটুয়াখালী এসেছিলেন।